Monday, September 18, 2017

সভ্যতা

তোমাদের সভ্যতাগুলো আজ বন্দী
কেবলই চায়ের কাপে,
আর সেন্ট্রাল জাদুঘরে।
A Cup of Tea

চায়ের কাপে তোল ঝড় আর সাইক্লোন।
আর ওদিকে নিরবে নিভৃতে কাঁদে বস্তির পিতৃপরিচয় হীন শিশু।
যাকে তুমি জারজ বলো আর বলো বেশ্যার ঘরের ছেলে।
অথচ এটা গেছ ভুলে,
কোন একদিন ক্ষুধার্ত নারীর ঘরে গিয়েছিলে,
হিংস্র হায়েনার মত ঠুকে ঠুকে ভোগের নেষায় উন্মাদ হয়েছিলে।
উত্তেজনার শেষ সীমানায় দু ফোটা জল ফেলেছিলে।
অথচ সেই তুমি কি চমৎকার ভাবে ভুলে গেলে!
আজ সেই তুমিই চায়ের কাপে ঝড় বইয়ে দাও, 
চিৎকারে ফেটে ওঠো আর বলতে থাকো দেশটা রসাতলে গেলো!
Civilization!

আয়নায় মুখোমুখি দাড়াও নি কোনদিন।
দেখতে পেতে বিশাল এক অমানুষের প্রতিচ্ছবি!

No comments:

Post a Comment