আজ অনেকের প্রোফাইলে শোভা পাবে বাবার সাথে হাস্যজ্বল মুখের ছবি!
আজ বাবা দিবস!
কয় জন তার হাত খরচের টাকা বাঁচিয়ে বাবাকে একটা স্যান্ডেল বা একটা সাদা পাঞ্জাবী গিফট করে বলেছে, বাবা এটা তোমার জন্য!
আজ বাবা দিবস!
কয় জন তার হাত খরচের টাকা বাঁচিয়ে বাবাকে একটা স্যান্ডেল বা একটা সাদা পাঞ্জাবী গিফট করে বলেছে, বাবা এটা তোমার জন্য!
একজন মধ্যবিত্ত বাবার কাধের বোঝা হালকা করে বলেছে, বাবা এ মাস থেকে আমার হাত খরচের টাকা লাগবে না, আমি একটা টিউশনি পেয়েছি!
কয়জন নিজ কর্মে আলোকিত হয়ে বাবাকে বলেছে, বাবা দেখো তোমার ছেলে আজ অনেক বড় হয়েছে!
হয়ত সংখ্যাটা অনেক কম!
হয়ত কোন একসময় নিজ প্রোফাইল ঘুরতে ঘুরতে পেয়ে যাবে বাবার সাথে হাসি মুখে তোলা ছবিটা!
আর বাবা তখন হয়ত কোন এক বৃদ্ধাশ্রমে নিরব অশ্রু লুকাতে ব্যস্ত থাকবে!
বাবাদের নিয়ে তেমন লাফালাফি হয় না!
এরা নিভৃতচারী! এরা আহাজারি করতে পারে না!
এরা নিরবে নিভৃতে শুধু একটু দীর্ঘশ্বাস ফেলতে পারে!
আর আমরা এ যুগের তথাকথিত আধুনিক ছেলে!
শিক্ষা হওয়ার আগে বোধহয় শিক্ষা নিতে আমরা খুব কমই পারি!
বাবাকে দেখেছি, শার্টের পিছনটা সবসময় কুঞ্চিত অবস্থায় থাকে! হয়ত এতে আয়রন করার পাঁচটা টাকা বেঁচে যাবে। তবুও তাঁর ছেলেকে সবচেয়ে দামী ড্রেসটাই কিনে দেবে।
বাবাদের সাইকেলগুলো জং ধরা! আর ছেলেদের সাইকেল সবসময় চকচকেই থাকে!
ছেলের রেজাল্ট ভাল করার আশায় মিথ্যা আশ্বাস দেওয়া বাবাও চায় এ মাসে একটা সাইকেল কিনেই দিতে হবে, তখন বাবাদের কপালে যে চিন্তার ভাজ পড়ে, সেই ভাজটা কয়টা ছেলে দেখে বলে, বাবা আমার সাইকেল না হলেও চলবে!
বাবাদের নিয়ে অনেক কিছুই লেখা সম্ভব, খুব সহজেই!
#ভাল_থাকুক_পৃথিবীর_সব_বাবারা
তাদেরকে ভালবাসার জন্য হয়ত আমাদের দিবসের দরকার হয়, কিন্তু আমাদের ভালবাসার জন্য তাঁদের কোন দিবসের প্রয়োজন হয় না!
#হাজার_বছর_বেঁচে_থাকুক_তাঁরা
No comments:
Post a Comment