আবু তালহা
অভিশপ্ত প্রতিটা
রাত
শুধুই থমকে
দাঁড়ায়।
বাড়তেই থাকে
ছাইয়ের স্তুপ আর
চায়ের কাপে ঝড়।
ঢুকতেই থাকে
নিকোটিনের বিষ।
Abu Talha |
প্রতিটা ক্ষণ
শুধুই মনে করে দেয়
শেষ হওয়ার নয়
কালো রাত।
মনের আকাশে জমতে
থাকে
কালো মেঘের ছায়া।
কোন সাক্ষী নেই,
ধ্বংশের দাড়প্রান্তে
যখন দাঁড়িয়ে...
সেই ইতিহাসের
পুনরাবৃত্তি.........
শুধুই নিকষ কালো।
আমৃত্যু ইতিহাস
বয়ে বেড়ানোর
দুঃসহ যন্ত্রণায়
কাতর হয়ে চিৎকার
আর ছটফটানি যেন
বাড়তেই থাকে।
আর বড় হতে থাকে
No comments:
Post a Comment