আবু তালহা
রাতের আকাশের আলোকিত চাঁদকে,
একখন্ড মেঘ আড়াল করবে।
কোলাহল আর ব্যস্ত নগরীতে,
হঠাৎই নিস্তব্ধতা নেমে আসবে।
রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো,
তাদের আর্তনাদ বাড়াতেই থাকবে।
বুকের বামপাশের পুরাতন ব্যাথাটা,
নতুন উদ্যমে বাড়তেই থাকবে।
গভীর অন্ধকারে মস্তিষ্কের সেরেব্রামে
স্মৃতিরা আঘাত করতেই থাকবে।
Abu Talha |
নিকোটিনে পোড়া ফুসফুসে,
শুণ্যতার কার্বন-ডাই-অক্সাইডে ভরে উঠবে।
ভুলে থাকার দীর্ঘ লড়াইটাও,
হঠাৎই পরিত্যক্ত ধোঁয়ায় মিলিয়ে যাবে।
No comments:
Post a Comment