Friday, April 10, 2020

বাইঞ্চোদ ভালবাসা | আবু তালহা

পাহাড় কিনতে চেয়েছিলাম,
সাথে একটা নদী।
ওরা পাহাড় বেঁচে না,
সাথে নদীও।
আমি দুঃখবিলাসী মানুষ,
কোন দুঃখ না থাকলেও পাহাড় কিনতে না পারার দুঃখ আমার আছে।
ইচ্ছাছিলো মেঘের মাঝে হাত দিয়ে বৃষ্টি নামাবো,
সেই বৃষ্টিতে কেবল আমিই ভিজবো।
বেরসিক সাইনোসাইটিসকে কঠিন শিক্ষা দিতে নিয়ে,
আজ আমার নিজের ই মন খারাপ,
আমার একটা নদী নেই বলে।
অন্তর্বাসের ফিতা খুলতে খুলতে তোমাকে ছুড়ে দিয়ে আমি নদীর কাছে যেতাম।
আমার কোন মায়া নেই বলে।
আমি ভালবাসি না তোমাকে,
কিনবা তোমার উন্মুক্ত বক্ষযুগলকে।
শুধু ভালবাসি দুই ইঞ্চি নদীর মাঝে ডুবে যেতে।
ডুবতে ডুবতে আমি বলবো ঘৃণা করি তোমাকে।

আবু তালহা | বাইঞ্চোদ ভালবাসা
০৫/০৪/২০২০

 


 

No comments:

Post a Comment