'একদিন সব ঠিক হয়ে যাবে!'
এই একদিনটা আর আসে না...
বয়স পেরিয়ে যায়, কালো চুল সাদা হতে থাকে! চামড়ায় ভাজ পড়ে যায়, চোখে ছানি পড়ে।
দুই পায়ের শক্তি কমে যায়, এসে যায় তৃতীয় পা!
লাঠি ভর দিয়ে দিয়ে খুজতে থাকে সেই দিনটাকে।
সেই দিনটাকে আর পাওয়া যায় না।
মস্তিষ্কের কোষগুলো ক্ষয় হতে থাকে, স্মৃতিরাও মুছতে থাকে।
ভুলতে ভুলতেই ভুলে যায় ঠিক কোনদিনটার জন্য অপেক্ষা!
এলোমেলো দমকা বাতাসে উড়ে যায়, ছনপাতা আর বাঁশে বানানো আশ্রয়টাও!
আশ্রয়টা উড়ে পড়ে থাকে মৃতপ্রায় আমগাছটার পাশে, কিন্তু সেই দিনটা উড়ে এসে বসে না পায়ের কাছে।
আসমানের দিকে তাকালে শুধুই আসমানীকেই দেখা যায়, সেই দিনটার আগমনী বার্তাটাই শুধু দেখা যায় না।
চায়ের কাপ, হাতের লাঠি আর পুরাতন কোরান শরিফটা পড়ে থাকে!
অথচ সেই দিনটা কখনোই পড়ে ছিলো না......
অথচ একদিন সব ঠিক হওয়ার কথা ছিলো..........
No comments:
Post a Comment