Friday, April 10, 2020

কবি | আবু তালহা

ইদানিং আমার আর কবি হয়ে উঠা হচ্ছে না।
এলোমেলো আর ঝাপসা কুয়াশা সব গ্রাস করে রেখেছে।
সেদিন রাতে চাঁদের আলোতে হারাতে হারাতে বলেছিলাম
এবার আর আমার কবি হওয়া ঠ্যাকায় কোন সালা!
মাথাভর্তি গুবরেপোকা কিলবিল করে।
আর আমার কবি হয়ে উঠা হলো না।
সেদিন সমুদ্রে গিয়েছিলাম,
তবুও যদি কিছু কবিতা ল্যাখার সুবর্ণ সুযোগ আসে।
কিন্তু মাইগ্রেনের উত্তাল ঢেউএর মাঝে কোথায় যেন সব কবিতারা হারিয়ে গেলো।
এইতো গেলো মাসে নদীর কাছে গেলাম।
মাদারচোদ নদীও রক্তের সাথে বেইমানী করে।
আমার কবিতাগুলো নিমিষেই মিলিয়ে গ্যালো অন্ধকারের মাঝে।
আমার আর কবি হয়ে উঠা হলো না।
ইরাবতির অন্তর্বাসের উগ্র গন্ধে মনে হলো এইতো এইতো দুনিয়া শেষ হলেও আমার কবি হয়ে উঠা আর ঠেকবে না।
আজ আর ইরাবতি আমাকে ডাকে না।
বক্ষযুগলের মাঝে অন্যকেউ আজ আশ্রিত।
আমার আর কবি হয়ে উঠা হলো না।
পাহাড়ে ভেসে থাকা মেঘের দলের সাথে ঘুরতে ঘুরতে কখন যে দ্বীপ নিভে গ্যালো, বুঝতেই পারলাম না।
কবি হয়ে উঠা আর হলো না আমার।
আমার কবিতা কিংবা আমার দীর্ঘস্বাস!
দু মেরুতে দুজন আজ আমাকেই অবহেলার হাঁসি দেখায়।

কবিচোদা| আবু তালহা

০৯/০৪/২০২০

 


 

No comments:

Post a Comment