রাত বাড়ে, আর বাড়ে প্রতিক্ষার প্রহর!
প্রহর গুনি তোমার আগমনী বার্তার জন্য।
অথচ ঝিঁঝিঁপোকারা আজ পন করেছে, আমার কানে শুধুই ঝিঁঝিঁর ডাক শোনাবে। শুধু ডাক শুনিয়েই গেলো, কাছে আর এলো না!
না তুমি না ঝিঁঝিঁপোকা।
প্রহর গুনি তোমার আগমনী বার্তার জন্য।
অথচ ঝিঁঝিঁপোকারা আজ পন করেছে, আমার কানে শুধুই ঝিঁঝিঁর ডাক শোনাবে। শুধু ডাক শুনিয়েই গেলো, কাছে আর এলো না!
না তুমি না ঝিঁঝিঁপোকা।
অথচ একদিন নাকি সব অধিকার দিয়েছিলে, কাছে আসারও নাকি অলিখিত অধিকার সেখানে ছিলো.....
অনেক দূরের ডাহুক পাখিদের আর্তনাদের মাঝে অধিকারগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে।
না তুমি না তোমার অধিকার!
অনেক দূরের ডাহুক পাখিদের আর্তনাদের মাঝে অধিকারগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে।
না তুমি না তোমার অধিকার!
কেউ আসে নি, পাশেও বসে নি।
তুমি ভাল থেকো মাধবী, একদিন রক্তক্ষরণ দিয়ে তোমায় চিঠি লিখবো।
সেখানে আমার প্রতিক্ষার কথা বলবো।
লোকের ভিড়ে চিঠিগুলো হারিয়ে ফেলো না।
হাইপোথ্যালামাসের উত্তাল ঢেউয়ের মাঝে খেই হারিয়ো না।
তবে আমার প্রতিক্ষাগুলো কখনোই পূর্ণতা পাবে না।
আজ রাতে আমি সন্ধি করবো!
হয় প্রতিক্ষার সাথে না হয় পূর্ণতার সাথে........
তুমি ভাল থেকো মাধবী, একদিন রক্তক্ষরণ দিয়ে তোমায় চিঠি লিখবো।
সেখানে আমার প্রতিক্ষার কথা বলবো।
লোকের ভিড়ে চিঠিগুলো হারিয়ে ফেলো না।
হাইপোথ্যালামাসের উত্তাল ঢেউয়ের মাঝে খেই হারিয়ো না।
তবে আমার প্রতিক্ষাগুলো কখনোই পূর্ণতা পাবে না।
আজ রাতে আমি সন্ধি করবো!
হয় প্রতিক্ষার সাথে না হয় পূর্ণতার সাথে........
মাধবী | আবু তালহা
২১/০৪/২০২০
২১/০৪/২০২০
মাধবীরা কেন আসে না........................
ReplyDelete