রেলগেটের কোন এক সন্ধায় আচমকা যদি দেখা হয়েই যায়,
তবে তুমি মুখ ফিরিয়ে নিও।
তুমি চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে আমি বেখেয়ালি হয়ে যাবো।
উষ্কখুষ্ক চুলে হাত দিয়ে নিজেকে ভদ্রপল্লীর বাসিন্দা বানানোর বৃথা চেষ্টাটা না হয় আবার হয়ে গেলো।
আমি কিন্তু সদা হাস্যজ্বল ই থাকবো প্রিয়।
তুমি চলে যাওয়ার শত বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপন করলেও,
তুমিই কিন্তু আমার একমাত্র প্রিয়তমা!
মানুষ কিংবা বেওয়ারিশ কুকুরের মাঝে তফাৎ থাকলেও থাকতে পারে।
আমি খুজে পাই না প্রিয়।
তোমাকে চেটেপুটে খাওয়ার ইচ্ছাটা লুপ্ত হলেও কুকুরদের হয় নি।
শুনেছি আজকাল নাকি তোমার দাম অনেক কমে গেছে।
অথচ একদিন এই দামের জন্য কতই না কথা শুনিয়েছিলে!
প্রিয়তমা, এখন কি তোমার হুট করে মন খারাপ হয়?
কিংবা অদেখা সন্ধ্যা নেমে আসে আমার মত?
আমার হয়!
আচ্ছা, কখনো কি আক্ষেপ হয় নিজের জন্য?
কিংবা আফসোস?
আমার হয়...
একটা মানুষ না হতে পারার কিংবা একটা ফিনিক্স পাখি!
মাঝে মাঝেই তাড়িয়ে বেড়ায় এ আকাশ থেকে ও আকাশে।
শুধুই নীল ভালবাসার আক্ষেপ....
শুধুই আক্ষেপ| আবু তালহা
শুধুই আক্ষেপ| আবু তালহা |
Nice
ReplyDelete