আসেন আক্ষেপ করি প্রেমের আগুনের জন্য
অনিদ্রাকে উপহার দিই একটা প্রেম কিংবা একটা মাতাল হাওয়া। চোখ লাল করে প্রেম নিবেদন করি
অন্ধকার কে। তবুও এই অন্ধকারেই পথ হারেতে হবে। একুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারের
ব্যবধান না জেনেই মাতাল হওয়ার সংজ্ঞা মুখস্ত করি।
অকালে ঝড়ে পড়া পাতার বৈজ্ঞানিক ব্যাখ্যার ভীড়ে লুকিয়ে থাকবে একটা আর্তনাদের কথা, তবুও
আসেন আবার প্রেম নিবেদন করি। আবার সৃষ্টি করি সকালের। প্রিয়দের তালকায় অন্ধকার তবুও
সকাল ফোটাবো।
পাতারা গ্লকোজ বানায়, সেটা বৃক্ষের অধিকারেই থাকুক, তবুও একটা প্রেম!
ধৈঞ্চাদের মত দ্রুত বেড়ে উঠা প্রেম নয়, সহস্র বছর ধরে ছায়া দেওয়া প্রেম চাই এই শহরের। নতুন
প্রেম কিংবা পুতন প্রেম নতুন বোতলে, তবুও প্রেম দিতেই হবে।
লাল আর কালোর যুদ্ধটাকে এবার থামিয়ে চলেন একটু প্রেম ঢালি।
Monday, February 15, 2021
আসেন আক্ষেপ করি প্রেমের আগুনের জন্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment