আকাশে স্বপ্নের ফানুস উড়াতে উড়াতে কখন যে পেটে ক্ষুধার মোচড় দিলো,
ঠিক বুঝতে পারলাম না!
জীবন আর জীবিকার মধ্যবর্তী জিনিসটার নাম বোধহয় বেঁচে থাকা!
জীবনটা তখনই সুন্দর, যখন স্বপ্ন আর ক্ষুধা দুটো পর¯পর শত্রু!
যুদ্ধে জড়ানো সৈনিকেরা স্থান দেখে না, দেখে শত্রু!
আমিই শত্রু, আমিই মিত্র!
আজকাল নিজের ভ‚মিকা নিয়েও নিজের সাথেই যুদ্ধ করতে হয়!
কে যেন বলেছিলো, বেঁচে থাকা যুদ্ধ না, টিকে থাকাটাই আসল যুদ্ধ!
Monday, February 15, 2021
ফানুস| আবু তালহা
বাংলা কবিতা
Labels:
Abu Talha,
Bangla Kobita,
Poem,
আবু তালহা,
কবিতা,
বাংলা কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment