Sunday, February 14, 2021

মাইশার জন্য | আবু তালহা

 

অযত্নে ফোটা শিউলি ফুল আমার প্রিয় জন্যই কি আমাকে ঘৃণা করে ছুড়ে ফেলেছিলে?
আমি তো পড়ে থাকা শিউলির মালা নিয়ে এসেছিলাম সেদিন! 
শিউলি ফুলও অপ্রিয়, আমিও অপ্রিয়! 
অথচ তোমার এই অপ্রিয় দুটো জিনিসের মাঝে কি অদ্ভুত মিল! 
দুজনই অবহেলায় পড়ে থাকে, শূন্যতার চোরাগলিতে।
আমি না তোমাকে ছেড়েছি, না শিউলি ফুল।
প্রতিটি শরৎএ তোমার নামে শিউলি কুড়াই, মালা গাঁথি।
একপাক্ষিক ভালবাসাগুলো অনিদ্রা হয়ে আমার মাথায় ভর করে, 
সেই রাতগুলোতে আমি চেরনোবিলে প্রাণ ফুটাবার সাহস দেখাতে উড়ে যাই অসীমের পথে।
এলোমেলো শব্দগুলোও আর মাথায় ভর করে না।
মাথা ভর্তি থাকে সাইনোসাইটিসের উগ্র আচরণে!
আমি মাথা ঝুঁকে বসে থাকি, মুক্তাপ্লাজা থেকে সদর থানা পর্যন্ত।
বেরসিক রিক্সাওয়ালা রিক্সা তুলে দেয়, আমার গায়ে।
তবুও আমি হেঁটে যাই, ভালবাসাগুলো একপাক্ষিক বলে।
 
মাইশার জন্য

 

No comments:

Post a Comment