Tuesday, February 9, 2021

প্রয়োজন | আবু তালহা

 ওরা প্রয়োজনে আসে,  প্রয়োজনেই চলে যায়। 

এই আসা আর যাওয়ার মাঝখানটার সংজ্ঞা আমি কখনোই বুঝে উঠতে পারি নি। 

কতটা বোকা ছিলাম আমি..! 

দু'ফোঁটা অশ্রুকে আমি হিমালয়ের কান্না ভেবে দেখতে গিয়েছিলাম, প্রণয়ের ডাক নিয়ে। 

ওরা প্রয়োজন বোঝে, প্রয়োজন চোদে। 

ওরা প্রিয়জন বোঝে না! 

ইটকাঠ আর লোহালক্করের দেওয়ালের মত সবটাতেই কেবল ফাঁকা আর্তচিৎকার।  

শেষ বেলায় এসে যখন অট্টহাসি দিয়ে শেষ বিদায় জানাবে, ঠিক তখন বুকের মাঝে একটা পাহাড় জন্ম নিবে। 

আমি পাহাড়ের দুঃখ নামের এক বাইঞ্চোদকে লালন করবো তখন। 

সেটার অফিসিয়াল নাম নাকি স্যাকা..! 

আমি ওসব খাই নে, আমি বাংলা মদে ডুবে তোমাকে উদ্ধার করতে নেমে আসি পৃথিবীতে।  

চোখের কালো দাগ, কিংবা চামড়ার রুক্ষ হয়ে যাওয়া! 

সমগ্র উপপাদ্য আর ত্বত্ত্বের তাত্ত্বিককে কাটাছেঁড়া করে আমি নেমে যাবো ভুগর্ভের তেরশ মিটার গভীরে। 

অথচ আমার ইঞ্চি তিনেকের বেশি প্রয়োজন ছিলো না। 


 


No comments:

Post a Comment