আমি- কিরে কুত্তা তুই এখানে ক্যান?
কুত্তা- এমনিতেই, ক্যান কোন সমস্যা?
আমি- না, ঠিক সমস্যা না, এই রাইত বিরাতে এমনে ঘোরাফেরা করা ঠিক না।
কুত্তা- তাইলে আপনে বাড়িতে চলে যান, এইখানে কি?
আমি- কিরে তুই ও দেহি বিটলামি করোস, বেয়াদব হইছোস কবে থেইকা?
কুত্তা- আমি রাস্তার কুত্তা হইতে পারি, বেয়াদব না।
আমি- যাইহোক, কথা অন্য দিকে নিমু না, কথা হইলো তুই কি এইখানেই থাকোস?
কুত্তাঃ আমি কই থাকি, ঠিক নাই। তবে এইখানেই বেশি থাকি।
আমি- ক্যান থাকোস?
কুত্তা- আমি কুত্তা এই কারণেই। আর এইসব ফালতু প্রশ্ন শোনার সময় আমার নাই।
আমি- এই তুই ক্ষ্যাপোস ক্যান রে ভাই? খাড়া যাইস না। তোর লগে গল্প করি।
কুত্তা- কিসের গল্প করবেন? আর এইখানে পাশেই ডাস্টবিন, গন্ধ আছে অনেক। এখানে খাড়াইয়া আছেন ক্যান?
আমি- শোন এই যে দেখতেছোস, এই বাসাটা ওইখানে একজন থাকে, চাইছিলাম একটু দেখবো। এইজন্য আসছিলাম।
কুত্তা- তো দেখছেন? দেখা শেষ হলে চলে যান। আমিও যাইগা।
আমি- নাহ, দেখি নাই। দেখা দেয় নাই।
কুত্তা- ক্যান, ব্রেকআপ হইছে নাকি?
আমি- প্রেম ই হইলো না, ব্রেকআপ হবে ক্যামনে!
কুত্তা- প্রেম নাই, ব্রেকআপ ও নাই এরে ভাই বুঝছি। আপনে হুদাই আমার টাইমডা নষ্ট করলেন।
আমি- আরে খাড়া না রে ভাই৷ যাইস না৷ শোন- এইখানে আমার প্রেম আছে, আট বছরের প্রতিক্ষা আছে।
ও চলে গেলো, হুট করেই৷ কথাটা শেষ করতেও দিলো না।
আচ্ছা, অপ্রাপ্তির কি কোন গল্পই কারো কাছে ভাল লাগে না?
অথচ আমি এই অপ্রাপ্তিকেই কেন জানি আপন করে নিলাম!
তবে যেনে রেখো, আমাদের দেখা হবেই হবে প্রিয়।
আজ বা কাল, কাল বা পরশু।
পরশু না হোক কুড়ি বছর পর কোন এক কুয়াশা ভেজা শীতের সকালে।
এক্সপ্রেস ট্রেনে মুখোমুখি বসে..!
সেদিন ট্রেন চলতে থাকবে, জীবনটাও চলতে থাকবে।
শুধু থেমে যাবা তুমি!
কথোপকথন |
#MM_15_03
No comments:
Post a Comment