Tuesday, November 28, 2023

আমার মৃত্যুর দিন

 আমার যেদিন মৃত্যু হবে, সেদিন রিমরিমে বৃষ্টি থাকুক। 

প্রচন্ড তাপদহন থেকে কিছুটা মুক্তি পাবে পৃথিবী।  সন্ধ্যায় পাখিদের নীড়ে ফেরার তাগিদ থাকবে না তেমন। পৃথিবীটা এক অদ্ভুত বিষন্নতায় ঘেরা থাকুক। 

মাগরিব থেকে এশা৷ এরপর সকল প্রাণীরা তাদের প্রেমিক/প্রেমিকার সাথে খুব কাছাকাছি থাকুক, মিলনের উত্তালে সতেজতা নেমে আসুক সবার মুখে। 

সুবহে সাদিকের আগ মুহূর্তে নববধূর ভেজা চুল শুকানোর ঠিক পর মূহুর্তে মুয়াজ্জিনের আস-সালাতু খাইরুম মিনান্নাউম বলুক। 

হালকা বাতাসের সাথে বৃষ্টির পতনের পথের বদল ঘটুক। 

ঠিক এই মূহুর্ত, এই মূহুর্তে আমার মৃত্যু হোক। 

ভেজা মাটিতে আমার কবর খুঁড়বে। কিছু দিন পরে সবুজ ঘাসের বিছানা হোক।  আমি সকল ক্লান্তি আর বিষাদকে ছুটি দিয়ে ঘুমাবো। 

পরম নিশ্চিন্তের ঘুম। কবরের উপর ঘুরে বেড়াবে ময়না আর শালিক পাখি।

এফিটাফের উপর একটা বিষন্ন কাক সঙ্গীহীন অবস্থায় বসে চেয়ে দেখবে। হিসাব মিলাবে শুয়ে থাকা প্রাণহীন জীবনের সাথে। 

কবরে কোন প্রিয়জন আসবে না, সবাই ভুলে যাবে আমার নাম। 

খুব বেশি না, ছোট একটা চাওয়া। 

পৃথিবীর সমস্ত হিসাব-নিকাশ সেদিন অবসরে চলে যাবে।  

মিলাবে না বন্ধন নাকি বিচ্ছেদের গল্পের হিসাব। 

Abu Talha
আমার মৃত্যুর দিন




No comments:

Post a Comment