About Me

আমার প্রোফাইল পিকচারটা চকচকে হলেও আমার জীবন কিন্তু এত চকচকে না।
১০টা ক্লিক থেকে একটা বেছে নিয়ে প্রোফাইলে দেওয়া!
আমি এলোমেলো মানুষ, আমার চুল কখনো পরিপাটি থাকে কিনা আমি জানি না। সকালে হয়ত চিরুনির ছোঁয়া একবার লাগলেও সারাদিনে আর কোন খবর থাকে না।
শরীর থেকে কোন পারফিউমের গন্ধ বের হয় না, সবসময় একটা বিশ্রীরকমের ঘামের গন্ধ থাকে। অথচ সেদিকে কখনোই খেয়াল থাকে না।
শার্টটা কখন রঙচটা হয়ে যায়, তা জানা আমার সাধ্যের বাইরে।
অনেক উপদেশ দিয়ে বেড়ালেও ব্যক্তিজীবনে সে সবের ছোঁয়া লেগেছে বলে আমার মনে হয় না।
প্রয়োজনের তাগিদে আমি হিরো, আমিই ভিলেন!
আমিই আমার শত্রু!
হয়ত জীবনের প্রয়োজনে সবকিছু!
আমি কাউকে সুখী করতে পেরেছি বলে আমার মনে পড়ে না। না আদর্শ ছেলে না আদর্শ মানুষ!
প্লিজ, আমার টাইমলাইন দেখে আমাকে বিচার করবেন না।
আমি বহুরুপী, আমি প্রয়োজন শিখেছি।
আমি মিথ্যা, আমি ভন্ড, আমি বদমাশ ঠিক সত্যের মত!
চোখের সামনের ব্যক্তি আমি, আর আড়ালের আমি দুটো দুই মেরুর জিনিস।
ওই প্রোফাইল পিকচারে যতটা হাঁসি লেগে আছে, বাস্তবে সবসময় কপালে বিরক্তির ভাজ লেগেই থাকে।
হয়তবা সবটাই জীবনের উপর করা অভিমানগুলো বিরক্তিতে পরিণত হয়ে গেছে।
আমার লেখা খুব কম মানুষই দেখে বা পড়ে, তবুও লিখে যাই। কলমটা থামে না।
সেটা কখনোই সাহিত্যের মানদন্ডে কবিতা, প্রবন্ধ কিংবা উপন্যাস কোনটাই নয়।
আমি কখনো মুক্ত, কখনো বন্দী!
আমি কখনো দুঃখী, কখনো সুখী!
জীবনের সাথে খেলি, আবার জীবন আমার সাথে।
আসলে আমি হারিয়ে গিয়েছি, আমি হারানোর দলে!
হয়ত তোমারই মাঝে, হয়ত মুক্ত আকাশে উড়ে বেড়ানো একঝাঁক শালিকের মাঝে, নয়ত আকাশ দাপিয়ে বেড়ানো গাঙচিলের মাঝে.............





No comments:

Post a Comment