Wednesday, October 28, 2020

আমি তোমাকে চাই ! আবু তালহা

 আমি শুনেছি, বিশ্বাস করি নি।

আমি দেখেছি, তবুও বিশ্বাসটা ঠিক আসে নি প্রিয়।

অন্ধত্বকে নেওয়ার আগেও আমি মানুষ ছিলাম।

হুট করেই বৃষ্টি ভিজেয়ে যায় শহরকে।

ভেজা মাটির উষ্ণতাকে আমিই চেয়ে বসতাম।

তোমার বুকের গন্ধ পাই না আজকাল।

কিংবা ঠোঁটের নোনতা ঘ্রাণ...!

চোখ বন্ধ করে বলে দিতে পারি প্রিয়।

ওখানে কেবলই আমারই বাস!

আমি ওসব ফ্রেঞ্চকিস টিস বুঝি না, আমি ওসব স্টাইল বুঝি না।

আমি শুধু বুঝি তোমার হুক খোলা বুকের মাংসের গন্ধ!

কিংবা সোদামাটির ঘ্রাণ!

তলপেটে কামড় দিয়ে রক্তাক্ত হয়ে যাওয়া মাঠটা কেবলই আমার ছিলো...!

ও মাঠের কৃষক কেবলই আমি।

অধিকার আর অধিকারবোধের চাওয়া, সবটাই ওই উর্বর ভূমির জন্য।

সুখের চাষ করি না শত সহস্র বছর।

আমি ভূমি চাই, আমি ভূমি চাই।

 



 

No comments:

Post a Comment