শেষ বিকালের লাল আধ খাওয়া সূর্যের মতই এসেছিলে!
দৃষ্টির ভ্রম আড়াল হলেই নিঃসঙ্গতার উদ্যোমী চাঁদ।
পোঁড়াতেই বোধহয় এসেছিলো।
তবুও আলো ছুঁই, সূর্য ছুঁই, চাঁদ ছুঁই।
তোমাকে ছুঁয়ে দেখা হলো না।
অথচ জীবন নাকি একটাই।
এরপর?
এরপরের জনমে সূর্য হয়ে আসবো পৃথিবীতে।
পৃথিবীকে না, তোমাকে জ্বালাতে।
No comments:
Post a Comment