আবার বর্তমান স্টুডেন্টও আছে।
অদ্ভুত ভাবে এদের মনের মধ্যে একধরনের ফ্যান্টাসি নিয়ে ঘুরে বেড়ায়।
অভাববোধ না থাকলেও এরা খুব সুন্দর ভাবে অভাববোধটা জন্ম দিতে পারে।
এদের অভাবগুলোও একেকটা আজব কিসিমের।
ক্লাস ৬/৭/৮ এ পড়ে, এদের হাতে স্মার্টফোন নাই।
বাবা-মাকে যেভাবেই হোক ম্যানেজ করে একটা স্মার্টফোন হাতে নেয়।
এর পরে এদের অভাব হয়, বাইকের। এই অভাব পূরণ করতে এরা প্রয়োজনে বাবা-মায়ের গলায় চাকু বসাতেও অধিকাংশ সময় দ্বিধাবোধ করে না।
মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে-মেয়েকে যেসব পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হয়, এরা খুব সহজেই সেটাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে।
না বোঝে বাবা-মায়ের কষ্ট না বোঝে তার আসল প্রয়োজনের জিনিসটাকে।
আর আমাদের বর্তমান যুগের তথাকথিত স্মার্ট বাবা-মায়েরা প্রয়োজনে সুদে ঋণ নিয়ে হলেও ছেলে-মেয়েদের চাহিদা পূরণ করবেই করবে।
তারাও ভূলে যায়, অভাব হলো সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষক!
ক্লাসে বা বাসায় একজন শিক্ষক যে শিক্ষাটা দিতে পারেন, অভাব তারচেয়ে শতগুণে বাস্তব শিক্ষাটা দিতে পারে।
কিছু বাবা-মা আছেন, যাদের সন্তানের এইসব ইচ্ছা পূরণ করার ইচ্ছা থাকা স্বত্বেও করতে পারেন না, এদের ছেলে-মেয়েগুলো আরেক ধাপ এগিয়ে।
এরা হুমকি পর্যন্ত দিয়ে দেয়, যদি বাইক বা আইফোন কিনে না দাও, তাহলে আমি বাড়ি থেকে একেবারে চলে যাবে।
তখন বাবা-মায়ের যে অসহায় মুখটা হয়, সেদিকে ভ্রুক্ষেপ এদের নাই।
এরকম হাজারও সমস্যা বর্তমান যুগের স্মার্ট/ড্যাসিং ছেলে-মেয়েদের মধ্যে আছে।
এই রকম ফ্যান্টাসি কি একদিনে তো তৈরি হয় নাই।
দিনের পর দিন বিশ্বায়নের হাওয়া আমাদের গায়ে যাচ্ছেতাই আর অপরিকল্পিত ভাবে লাগানো হচ্ছে।
আমরা বুঝি না আমাদের সামর্থ্য!
আমরা বুঝি না আমাদের বাস্তবতা।
আমেরিকান লাইফ ষ্টাইল দেখে যদি সেটা বারবার নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের ধ্বংস খুব নিকটেই!
আমাদের চোখের সামনে শাহরুক, সালমান নাচানাচি করবে, ক্যাটরিনা, কারিনা, সারিনা নাচানাচি করবেই।
কারণ এটাই তাদের পেশা!
তাই বলে আমরা তাদের অন্ধ অনুসরণ করবো, এটা কেন?
বাইকের উচ্চ গতি, ডিএসএলআর এর ঝকঝকে ছবি, আটা ময়দা মাখা মুখ ইত্যাদির প্রেমে পড়লে জাতির ভাগ্যে যে শিকল পড়বে না, তার নিশ্চয়তা কে দেবে?
নিজের স্বকীয়তা কে ধরবো নাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসাবো, কোন পথটা বাছাই করবো?
এই শিক্ষাটা দেওয়ার মত মানুষের যে বড্ড অভাব!
এর পরেও যারা একটু শিখাতে চান, উলটো তাদেরই চৌদ্দগোষ্ঠী উদ্ধারে নেমে পড়েন!
এইভাবে চলতে থাকলে আমরা আগাবো কিভাবে?
সে খেয়াল কি কোনদিন করেছেন?
No comments:
Post a Comment