Tuesday, March 15, 2022

ইউরিক অ্যাসিড

 নিয়মনীতি ঘুরপাক খায় অনিয়মিতদের ভীড়ে। 

ভিষণ রকমের তিতকুটে আভা মুখগহ্বর থেকে অনুজীবের মতো ভেসে যায় রক্তবাহীকার পথ ধরে। 

বেঁকে বসে পথ। প্রান্ত থেকে আরেক প্রান্ত, আবার প্রান্ত বদল। 


চোখ ক্লান্ত হয়ে লেগে যায়, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারের যুদ্ধ লেগে যায়। 

কেউ পরাজিত হয় না। পরাজিত হয় বাইরের এপিডার্মিসের আবরণে ঘেরা একটা একটা অবহেলিত প্রাণ। 

দৃশ্যমান যুদ্ধ থামে, ততক্ষণে একটা লোহিত রক্তকণিকা পেড়িয়ে গেছে কয়েক ক্রোশ পথ। 

কয়েকশ বডিসেল মৃত্যু বরণ করে,  আবারও কয়েকশ নতুন সেলের জন্ম নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। 

অথচ পায়ের পেশিগুলোর মধ্যে জড়তা দিয়ে রেখেছে ইউরিক এসিড! 

অথচ আমি নাম দিয়ে রেখেছি একটা আত্মার মৃত্যু। 

যে কখনও পায় নি তোমার গভীরতম স্পর্শ।  

কি নিদারুণ জীবন পেয়ে গেছি! 

তবুও আত্মচিৎকার করে বলে উঠি জীবন ভয়াবহ রকমের সুন্দর! 

সে সুন্দরের তিতকুটে স্বাদে মলিন হয়ে গিয়েছিলো পিতামহের মুখ! 

Abu Talha
ইউরিক অ্যাসিড


No comments:

Post a Comment