১.
চাঁদ নাকি তুমি!
আমি মাঝে মাঝেই অবাক হয়ে ভাবি,
আমি কোনটা দেখবো!
বরাবরের মতই হেরে যায় আকাশে আলো দেওয়া চাঁদটা.....
চাঁদ নাকি তুমি!
আমি মাঝে মাঝেই অবাক হয়ে ভাবি,
আমি কোনটা দেখবো!
বরাবরের মতই হেরে যায় আকাশে আলো দেওয়া চাঁদটা.....
চাঁদ | আবু তালহা
২.
একদিন পাহাড় কিনবো!
পাহাড়ের ওই উঁচু চুড়ায় বসে তোমার চোখের দিকে তাকাবো!
যখন দৃষ্টি ঝাপসা হবে, নিজেকে আবিষ্কার করবো এক আশি পেরোনো বৃদ্ধ রূপে....
তবুও আমি তোমার চোখের মাঝেই হারাবো.....
একদিন পাহাড় কিনবো!
পাহাড়ের ওই উঁচু চুড়ায় বসে তোমার চোখের দিকে তাকাবো!
যখন দৃষ্টি ঝাপসা হবে, নিজেকে আবিষ্কার করবো এক আশি পেরোনো বৃদ্ধ রূপে....
তবুও আমি তোমার চোখের মাঝেই হারাবো.....
পাহাড় | আবু তালহা
৩.
অক্সিজেন নাকি পানি!
যুদ্ধটা যেমন, ঠিক তেমন তোমার চোখ নাকি তোমার আদুরে গালের টোল!
অক্সিজেন নাকি পানি!
যুদ্ধটা যেমন, ঠিক তেমন তোমার চোখ নাকি তোমার আদুরে গালের টোল!
টোল | আবু তালহা
৪.
আমার স্বপ্নেরা ছুঁয়ে যায় তোমাকে!
আর আমি?
আমি তোমার টোল নিয়েই পড়ে থাকি!
অযুতাব্দী ধরে আমি তোমার টোলের প্রেমে পড়ি!
বারবার, প্রতিবার, প্রতিদিন!
প্রত্যেকবার নতুন করে......
আমার স্বপ্নেরা ছুঁয়ে যায় তোমাকে!
আর আমি?
আমি তোমার টোল নিয়েই পড়ে থাকি!
অযুতাব্দী ধরে আমি তোমার টোলের প্রেমে পড়ি!
বারবার, প্রতিবার, প্রতিদিন!
প্রত্যেকবার নতুন করে......
স্বপ্ন | আবু তালহা
৫.
বাইঞ্চোদ দুঃখগুলো নদী হয়ে ঝড়ে পড়তেও পরে না।
আমি বালের মত অবাঞ্চিত থেকে যাই তোমার কাছে!
অথচ আমি সাগরে ঝাপ দিয়ে তোমায় এনেছি।
বাইঞ্চোদ দুঃখগুলো নদী হয়ে ঝড়ে পড়তেও পরে না।
আমি বালের মত অবাঞ্চিত থেকে যাই তোমার কাছে!
অথচ আমি সাগরে ঝাপ দিয়ে তোমায় এনেছি।
দুঃখ নাকি তুমি | আবু তালহা
৬.
শব্দের চোরাগলিতে শব্দগুলো হারিয়ে গেছে, রেখে গেছে গোধুলি বিকেলটা।
সেই বিকেলটাও মৃতপ্রায়!
কি অদ্ভুত সব চাওয়া!
বাইঞ্চোদ দুঃখগুলোও আজকাল বাতাসে ভাসতে চায় না।
শব্দের চোরাগলিতে শব্দগুলো হারিয়ে গেছে, রেখে গেছে গোধুলি বিকেলটা।
সেই বিকেলটাও মৃতপ্রায়!
কি অদ্ভুত সব চাওয়া!
বাইঞ্চোদ দুঃখগুলোও আজকাল বাতাসে ভাসতে চায় না।
চোরাগলি | আবু তালহা
৭.
আমি যদি কবি হতেম, তবে লাল পাঞ্জাবি পড়ে সুচরিতার বাড়ির পাশের কাঠালতলায় বসে অপেক্ষা করতাম!
অপেক্ষা করতাম সুচরিতার আগমনী বার্তার জন্য।
জানি কখনোই আমার ত্রিসীমানায় আসতো না, তবুও আমি অপেক্ষা করতাম।
চামড়ায় ভাজ পড়ে যাবে, জেনেও অপেক্ষা করতাম।
আমি প্রেমের জন্য না, আমি সুচরিতার জন্য অপেক্ষা করতাম।
আমার প্রেম নয়, সুচরিতাকে দরকার!
অপেক্ষা করতাম সুচরিতার আগমনী বার্তার জন্য।
জানি কখনোই আমার ত্রিসীমানায় আসতো না, তবুও আমি অপেক্ষা করতাম।
চামড়ায় ভাজ পড়ে যাবে, জেনেও অপেক্ষা করতাম।
আমি প্রেমের জন্য না, আমি সুচরিতার জন্য অপেক্ষা করতাম।
আমার প্রেম নয়, সুচরিতাকে দরকার!
সুচরিতা | আবু তালহা
৮.
অথচ আজ তোমার লাল শাড়ি পড়ে আমার প্রতিক্ষায় থাকার কথা ছিলো!
কি অদ্ভুত ফেলে আসা সময়গুলো।
লাল রঙ নাকি বিদ্রোহের রঙ, তবে তুমি কি আমার মনের বিদ্রোহী উত্তাল ঢেউ? নাকি চোখের কোণে জমে যাওয়া একফোঁটা অশ্রুবিন্দু?
উত্তরটা আজো হিসাবে আসে নি৷
আসো নি তুমি, কিংবা তোমার ছাঁয়া।
না তোমার প্রতিক্ষা!
কেউ নেই, কোন ধুলোবালি ও নেই!
কেবলই দু'চারটা জলকণার শ্রোত!
অথচ আজ তোমার লাল শাড়ি পড়ে আমার প্রতিক্ষায় থাকার কথা ছিলো!
কি অদ্ভুত ফেলে আসা সময়গুলো।
লাল রঙ নাকি বিদ্রোহের রঙ, তবে তুমি কি আমার মনের বিদ্রোহী উত্তাল ঢেউ? নাকি চোখের কোণে জমে যাওয়া একফোঁটা অশ্রুবিন্দু?
উত্তরটা আজো হিসাবে আসে নি৷
আসো নি তুমি, কিংবা তোমার ছাঁয়া।
না তোমার প্রতিক্ষা!
কেউ নেই, কোন ধুলোবালি ও নেই!
কেবলই দু'চারটা জলকণার শ্রোত!
প্রতিক্ষা | আবু তালহা
১০.
ধুঁকে ধুঁকে মরছে কাব্যগুলো।
শব্দের জটে এলোমেলো ভাবনা।
মস্তিষ্কের সেরেব্রালগুলোতেও লেগে থাকে বেহায়া ট্রাফিক জ্যাম।
আমি অবাঞ্চিতদের মতই থেকে যাই।
জ্যামের মা কে চুদতে গিয়ে জীবনের চোদা খেয়ে ঘরে ফিরেছি।
তবুও শব্দের জ্যাম ছুটে না।
মস্তিষ্কটা আজকাল আর নিজের কথা ভাবে না।
মস্তিষ্ক | আবু তালহা
ধুঁকে ধুঁকে মরছে কাব্যগুলো।
শব্দের জটে এলোমেলো ভাবনা।
মস্তিষ্কের সেরেব্রালগুলোতেও লেগে থাকে বেহায়া ট্রাফিক জ্যাম।
আমি অবাঞ্চিতদের মতই থেকে যাই।
জ্যামের মা কে চুদতে গিয়ে জীবনের চোদা খেয়ে ঘরে ফিরেছি।
তবুও শব্দের জ্যাম ছুটে না।
মস্তিষ্কটা আজকাল আর নিজের কথা ভাবে না।
মস্তিষ্ক | আবু তালহা
১১.
আমি চলে যাবো একদিন, দেখা হবে না সীমানার প্রান্তরে!
ধূসর বিষন্ন সময়টা ছিলো একদিন আমারও!
তবুও একদিন ঘৃণা করতে করতেই চলে যাবো!
বেহায়ার মত চলে যাবো।
একরাশ ধোঁয়া ভরা আকাশ থাকবে শুধু!
আমি চলে যাবো একদিন, দেখা হবে না সীমানার প্রান্তরে!
ধূসর বিষন্ন সময়টা ছিলো একদিন আমারও!
তবুও একদিন ঘৃণা করতে করতেই চলে যাবো!
বেহায়ার মত চলে যাবো।
একরাশ ধোঁয়া ভরা আকাশ থাকবে শুধু!
আকাশ | আবু তালহা
No comments:
Post a Comment